ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাজুস ঝিনাইদহ শাখার সভাপতি পঞ্চরেশ চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের সহসম্পাদক মো: লিটন হাওলাদার, কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী সদস্য মো: রিপনুল হাসান,সদস্য রকিবুল হাসান চৌধুরী।

বাজুস ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক সাধন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ভ্যাট ছাড়া কেউ স্বর্ণ বেচকেনা করবেন না। স্বর্ণের সোনালী যুগ ফিরিয়ে আনতে আমাদের সভাপতি সায়েম সোবহান আনভীর কাজ করে যাচ্ছেন। প্রশাসনিক সমস্যা দূর করতে বাজুসের শীর্ষ নেতৃত্ব দেশের বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন।

এ মতবিনিময় সভায় জেলার ছয় উপজেলার বাজুসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/নভেম্বর ২৩, ২০২২)