সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে পিতা-শিশু পূত্র ও শিশু কন্যার বিষপানে পিতা ও পূত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেয়ে।

বুধবার বিকেল পাঁচটার দিকে বিষপান করলে বাড়িতেই ছেলে ও হাসপাতালে সন্ধা সোয়া ছয়টার দিকে বাবা মারা যায়।

নিহত ইয়াদুল (৩১) ও তার ছেলে ইউসুফ জেলার তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের আসানবাড়ি গ্রামের বাসিন্দ। হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে নিহত ইয়াদুলের শিশু কন্যা ইভা (৫)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয়সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের আসানবাড়ি গ্রামের ইয়াদুল ইসলামের জুয়া খেলা নিয়ে তার স্ত্রী মঞ্জুয়ারার সাথে প্রায় প্রতিদিনই ঝগড়ার ঘটনা ঘটত। বুধবার সারাদিন জুয়া খেলে বিকেলে বাড়ি ফিরলে স্ত্রী মঞ্জুয়ারার সাথে ইয়াদুলের ঝগড়ার এক পর্যায়ে মঞ্জুয়ারা বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল পাঁচটার দিকে নিজ ঘড়ে দরজা বন্ধ করে প্রথমে পূত্র ইউসূফ ও কন্যা ইভাকে ঘড়ে থাকা কিটনাশক খাইয়ে ইয়াদুল নিজেও কিটনাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে পাশের বাড়ির স্বজনের মৃত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে ও আহত দুইজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত সোয়া ছয়টার দিকে ইয়াদুল মারা যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

(এসএস/এটিআর/অক্টোবর ১৫, ২০১৪)