আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রবি মৌসুমে সরকারী প্রনোদনা ও পুণঃর্বাসন কর্মসূচির ২০২২-২০২৩ এর আওতায় ১৬শ ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন খাদ্য শষ্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কৃষি অফিস প্রশিক্ষন হল রুমে আসন্ন রবি মৌসুমে কৃষি অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চোরম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বতক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, নারী নেত্রী এীলনা জাহিন পুতুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকারসহ অন্যান্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬শ ৫৫ জন চাষীকে ২কেজি করে ভুট্টা ও ২০ কেজি এমওপি এবং ড্যাপ সার, ১ কেজি সরিষা ও ১৫ কেজি এমওপি এবং ড্যাপ সার, ১০ কেজি গম ও ২০কেজি এমওপি এবং ড্যাপ সার, ১ কেজি সূর্য্যমুখী ও ১৫ কেজি এমওপি এবং ড্যাপ সার, ১০ কেজি চিনা বাদাম ও ১৫ কেজি এমওপি এবং ড্যাপ সার, ৫ কেজি মুগডাল ও ১৫কেজি এমওপি এবং ড্যাপ সার, ৫ কেজি মশুর বীজ এবং ১৫ কেজি সার, ৬কেজি খেসারী বীজ ও ১৫কেজি করে এমওপি এবং ড্যাপ সার বিতরন করা হয়েছে।

এছাড়াও সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকিকরন প্রকল্পের আওতায় খরিফ-২ মৌসুমে উন্নয়ন সহায়তায় ছয় জন চাষীকে ৬টি পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে।

(টিবি/এসপি/নভেম্বর ২৪, ২০২২)