বাগেরহাট প্রতিনিধি : কাতারের রুয়াইস বন্দর থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রায় ৩২ লাখ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে মোংলা বন্দরের বহিঃনোঙ্গরে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এএস এলিনিয়া থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের বহিঃনোঙ্গর দুটি ইঞ্জিনচালিক নৌকাসহ চুরি যাওয়া বিপুল পরিমান পেইন্ট ও জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ পন্য উদ্ধার করেছে। এসময়ে কোস্টগার্ডে উপস্থিতি টের পেয়ে ইঞ্জিনচালিক দুটি নৌকা থেকে চোরেরা পানিতে লাফ দিয়ে পালিয়ে যায় । 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, মঙ্গলবার (২২ নভেম্বর ) দিবাগত মধ্যরাতে মোংলা বন্দরের বহিঃনোঙ্গরে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এএস এলিনিয়া থেকে বিপুল পরিমান মালমাল চুরি করে নিয়ে যায় একদল চোর। এ ঘটনা জানার পর অভিযানে নামে মোংলা কোস্টগার্ডের দুটি জাহাজ সিজি কামরুজ্জামান ও সিজি তামজীদ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের বহিঃনোঙ্গর দুটি ইঞ্জিনচালিক নৌকা দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা এগিয়ে এলে চোরেরা দনীতে লাফ দিয়ে পালিয়ে যায়। দুটি ইঞ্জিনচালিক নৌকা দুটি তল্লাশী করে চুরি যাওয়া বিপুল পরিমান পেইন্ট ও জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ পন্যসহ চোরদের ব্যবহৃত রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়। চোরদের সনাক্ত করে গ্রেফতার করতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

(এসএকে/এসপি/নভেম্বর ২৪, ২০২২)