আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় অনাবাদি পতিত জমি চাষাবাদের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সবজির বীজ ও চারা বিতরণের মধ্যেদিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দীন আয়ুবী প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর এ বক্তব্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ও বসতবাড়িসহ অনাবাদি পতিত জমিগুলো চাষাবাদের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বসতবাড়ি-ভিটার আশপাশের পতিত জমি চাষের আওতায় আনার কার্যক্রম শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে সবজির বীজ ও চারা বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

(এএন/এসপি/নভেম্বর ২৪, ২০২২)