আন্তর্জাতিক ডেস্ক : চীনা বংশোদ্ভূত কানাডিয়ান এক পপ তারকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন বেইজিংয়ের একটি আদালত। ধর্ষণসহ বেশকিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেইজিংয়ের চেয়াং জেলার আদালত জানায়, ২০২০ সালের নভেম্বর থেকে ডিসেম্বরে উ ইফান নামের ওই পপ তারকা তিনজনকে ধর্ষণ করেন।

আদালতের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২০১৮ সালে জুলাইতে যৌন কর্মকাণ্ডে অন্যদের একত্রিত কারার অপরাধেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণের সময় তিনজন ভুক্তভোগীই মদ্যপ ছিলেন। তাই তারা প্রতিরোধ করতে পারেননি। এসব অপরাধে তাকে সম্মিলিতভাবে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই শাস্তি ভোগ করার পর তাকে প্রত্যাবাসন করা হবে বলেও জানানো হয়েছে।

আদালত থেকে আরও বলা হয়, অপরাধের প্রকৃতি, অবস্থা ও ক্ষতিকর বিষয়গুলো বিবেচনা করে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

কারাদণ্ডের পাশাপাশি ট্যাক্স ফাঁকির অভিযোগে উ ইফানকে ৮৩ দশমিক ৭ মিলিয়ন মর্কিন ডলার জরিমানা করা হয়।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২২)