একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ নভেম্বর) সকালে জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলার শেখপাড়া এলাকার জমশের মোল্লার ছেলে আলমগীর মোল্লা, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পলাশ কাজীর ছেলে রাকিব কাজী ও রাজবাড়ী জেলার মহারাজপুর এলাকার ছাত্তার শেখের ছেলে ইমরান শেখ।

আটককালে তাদের কাছ থেকে এক জোড়া রুলি, একটি আংটি, একটি টিকলি, তিনটি চেইন, একটি রুপার চেইন, চারটি নাকফুল দুই জোড়া চুরি ও নগদ ৭৬ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, জেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান ও চেকপোস্ট চলছে। তারই অংশ হিসেবে সকালে দূর্গাপুরে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালালে ওই তিনজনের কথাবার্তায় সন্দেহ হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা চুরির বেশকিছু অলঙ্কার জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুষ্টিয়ায় একটি চুরির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

(একেএমজি/এএস/নভেম্বর ২৬, ২০২২)