বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর সদরের ঐতিহ্যবাহী সার্বজনীন শিবমন্দিরে সপ্তাহব্যাপী সংগীত শ্রীমদ্ভাগবত কথা মহোৎসব উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার রাতে মন্দির চত্বরে প্রস্তুতি  মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মন্দির কমিটির সভাপতি উৎপল কুমার সরকারের সভাপতিত্বে, আলোচনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুব্রত সরকার, বিনয় কুমার সরকার, যতন কুমার সরকার, দেবকুমার সরকার লাল্টু, আশিষ কুমার সরকার, অসিম সরকার, ছোট কুমার সরকার, বিপুল কুমার সরকার, তাপস কুমার সরকার, শম্ভু কুমার সরকার, কৃষ্ণ কুমার সরকার প্রমূখ।

আলোচনা আসন্ন এক জানুয়ারি তারিখ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সপ্তাহ ব্যাপী সংগীত শ্রীমদ্-ভাগবত কথা মহোৎসব উদযাপনের লক্ষে কমিটি গঠন করা হয়। উক্ত শ্রীমদ্ভাগবত কথা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীধাম বৃন্দাবনস্থ শ্রী রাধাকুন্ত নিবাসী গৌড়ীয় সম্প্রদায়াচার্য পূজ্যপাদ শ্রীরাধাবল্লব দাস বাবাজ্বী মাহারাজ।

(বিএস/এসপি/নভেম্বর ২৬, ২০২২)