অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ ছয় পদে বিজয়ী হয়েছেন। গতকাল রবিবার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বিএনপিপন্থী পরিষদ থেকে সভাপতি হিসাবে অ্যাডভোকেট রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকিদুল ইসলাম জয়ী হন।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট শেখ আব্দুল্লাহ মিন্টু প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে অ্যাডভোকেট রাশিদুল হাসান জাহাঙ্গীর, তথ্য প্রযুক্তি সম্পাদক পথে এডভোকেট বিনা খাতুন এবং সদস্য পদে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিথুন ও অ্যাডভোকেট মুশফিক ওয়ালিদ ইমরোজ জয় লাভ করেন। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে বিভিন্ন পদে ১২ জন নির্বাচিত হয়েছেন।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ টি পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ২৯১ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ আবু তালেব। তাকে সহায়াতা করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম। নির্বাচন চলাকালীন সময়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু ভোট পর্যবেক্ষণ করতে যান। এ সময় তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে শীর্ষ পদে জয়লাভ করায় জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড এসএম মশিয়ূর রহমন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

(একে/এসপি/নভেম্বর ২৮, ২০২২)