সিলেট প্রতিনিধি : সিলেটের লালাবাজারে ট্রাকের ধাক্কায় নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের বাস খাদে পড়ে ববি বেগম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থীিআহত হয়েছেন। সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

সিলেট দক্ষিণ সুরমা থানার ওসি মো. মুরসালিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার সাতমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মহিলা কলেজের বাসটি খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ববি বেগম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

(ওএস/এইচআর/অক্টোবর ১৬, ২০১৪)