স্টাফ রিপোর্টার, ফরিদপুর : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর জেলা জাসদ ও পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আশরাফ উদ্দিন তারা ও তার দুই ছেলের উপর হামলার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে সাংবাদিক আশরাফ উদ্দিন তারা বাদি হয়ে আজ ২৯ শে নভেম্বর মঙ্গলবার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

থানার অভিযোগের নথী ও ভুক্তভোগী আশরাফ উদ্দিন তারার অভিযোগ সুত্রে জানা যায়, শহরের গোয়ালচামটের নিজ বাড়ী থেকে গত ২৮ শে নভেম্বর মঙ্গলবার রাতে সদর উপজেলার গেরদা ইউনিয়নের দক্ষিণ বিল মাহমুদপুরের বাড়িতে যান। ঐ দিন রাতে তার মাহমুদপুরের বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ছেলে মোহাম্মদ নওশাদ (১৮) এর সাথে ইকরি গ্রামের জনৈক শুকুর ফকিরের নাতির সাথে কথা কাটাকাটির হয়। এর জের ধরে আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ শুকুর ফকির, মান্নান ফকির, জুয়েল ফকির সহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল আশরাফউদ্দিন তারার বাড়িতে এসে আকস্মিত ভাবে তার দুই পুত্র নয়ন ও নওশাদ কে অকথ্য ভাষায় গালিগালাজ করে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এ সময় আশরাফউদ্দিন তারা ছেলেদের মারধোর এর কারন জানতে চেয়ে রক্ষা করতে এগিয়ে আসলে উক্ত হামলাকারীরা তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে বাম হাত সহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। এতে গুরুতর আহত হন সাংবাদিক আশরাফ উদ্দিন তারা। পরবর্তীতে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ও তার পরিবারকে প্রাণ নাসের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আশরাফ উদ্দিন তারা কে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আশরাফ উদ্দিন তারা জানান, খেলার মাঠে ছোট খাটো বিষয় নিয়ে কিশোরদের সাথে কথা কাটাকাটি হলেও বিষয়টি কেউই আমাকে অবগত করেনি। এমনকি শুকুরের পরিবার থেকেও কিছু জানায়নি। কিন্তু আকস্মিত ভাবে শুকুর ও তার লোকজন বয়স্ক হয়েও কিভাবে বিনা অধিকারে আমার বাড়িতে প্রবেশ করে আমাকে ও আমার ছেলেদের মারধোর করে তা আমার বুঝে আসে না? হয়তো পরিকল্পিত ভাবেই আমার উপর এ হামলা করেছে তারা। তাই এ ঘটনা সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক আশরাফ উদ্দিন উদ্দিন তারা ও তার পরিবার সহ স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত শুকুর এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

(ডিসি/এসপি/নভেম্বর ৩০, ২০২২)