তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহাববু আলী খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম সাহাবুদ্দিন আজম।

আজ বৃহস্পতিবার বিকেলে সম্মেলনের দ্বিতীয পর্বে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি মাহাবুব আলী খানকে সভাপতি ও জিএম সাহাবুদ্দিন আজমকে সাধারণ সম্পদক করে জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন।

এতে প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কাজী লিয়াকত আলী লেকু ও সাধারণ সম্পাদক হিসেবে আবু সিদ্দিক সিকদারের নাম ঘোষনা করেন। এরপর তিনি গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির ও সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটুর নাম ঘোষনা করেন।

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সংরক্ষিত নারী আসন-২৫ এর সংসদ সদস্য নার্গিস রহমান উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

(টিকেবি/এসপি/ডিসেম্বর ০১, ২০২২)