রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ ১৬৩ ভোট পেয়ে সভাপতি ও মোহাম্মদ গোলাম মোরশেদ ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালনকারি রিটার্ণিং অফিসার অ্যাড. রবিউল ইসলাম জানান, সমিতির ২৮৭ জন ভোটারের মধ্যে শনিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ২৮৫জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ বাঘ প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছাইফুল করিম সাবু ছাতা প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম মোরশেদ আনারস প্রতীকে ১৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি শেখ জাহাঙ্গীর হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০১ ভোট।

এ ছাড়া কার্যকরী সভাপতি পদে শেখ আব্দুস সোবহান খোকন বটগাছ প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনটি সহ-সভাপতি পদে যথাক্রমে দোয়াত কালি প্রতীকে ১০৭ ভোট, টেলিভিশন প্রতীকে জামালউদ্দিন ১৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীকে সাজেদুর রহমান খান চৌধুরী ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে, মোঃ শহীদুল ইসলাম কালু মই প্রতীকে ১৩৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে প্রাণনাথ দাশ ১৩৫ ভোট, সহসাংগঠণিক সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিল টেবিলফ্যান প্রতীকে ১৭৩ ভোট, প্রচার সম্পাদক পদে জিএম আসাদুল্লাহ মাইক প্রতীকে ১৪১ ভোট, সমাজসেবা সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে শাহাজান কবীর ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে দপ্তর সম্পাদক পদে শাহীন হোসেন সরদার বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৪, ২০২২)