চপল রায়, ভোলা : 'সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ  প্রকল্পের অংশ হিসেবে ষোল দিন ব্যাপী সক্রিয়তা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালি, স্লো সাইকেল রেস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্লোবাল এফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় কার্যক্রমটি বাস্তবায়ন করে সুশীলন।

কিশোরী নিপা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া, সুশীলন এর সহকারী পরিচালক শিরীনা আক্তার, তজুমদ্দিন উপজেলা সমন্বয়ক সুরুজ মিয়া, মনিটরিং এবং ইভ্যালুয়েশন কো অর্ডিনেটর আসমা বেগম, কমিউনিকেশন কো অর্ডিনেটর কবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কিশোরী ও অভিভাবকবৃন্দ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

(সিআর/এসপি/ডিসেম্বর ০৫, ২০২২)