মোহাম্মদ সজীব, ঢাকা : কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। রাজধানীতে  উৎসবে মেতেছে ব্রাজিল সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিজয় কামনা করে বিভিন্ন স্থানে আনন্দ র‌্যালি করেছে সমর্থকরা।

দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় রাতেই ‘নেইমার-নেইমার’, ‘ব্রাজিল-ব্রাজিল’ স্লোগানে দফায় দফায় আনন্দ মিছিল করেছে দলটির সমর্থকরা। ভক্ত-সমর্থকদের উল্লাসে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো ঢাকা শহর। রাজধানীর পুরান ঢাকা, গুলিস্তান, বংশাল, ধানমন্ডি, মগবাজার, বাড্ডা, ইস্কাটনসহ বিভিন্ন এলাকায় ব্রাজিল সমর্থকদের বিজয় মিছিল বেরিয়েছে। বাজি ফুটিয়ে পাড়ায় মহল্লায়, অলিগলিতে উল্লাস ও উচ্ছ্বাসে মেতেছেন তারা।

খেলার শুরুতেই ৬ মিনিটে প্রথম গোল হওয়ায় রাস্তায় নেচে-গেয়ে ব্রাজিল ভক্তদের বিজয়-উল্লাস। বাদ্যের তাল আর শ্লোগানে মুখর চারিদিক।

হাজারীবাগ টালি-অফিস মোড়ে জাকির জমিদারের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন সমর্থকরা। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা দেখতে মধ্যরাতে ভিড় জমান ব্রাজিল বক্তরা। হাজির হন হাজারো ফুটবলপ্রেমী। জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল সমর্থকদের। এদিকে, ব্রাজিলের জয়ে আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক। খেলা শেষ হওয়ার সাথে সাথে প্রিয় দল জেতার আনন্দে দলবেঁধে উল্লাসে মেতে ওঠেন হলুদ রঙ জার্সির প্রিয় দল ব্রাজিল সমর্থকরা।

ধানমন্ডি ১৫ নাম্বারসহ লেক পার্কের রবিন্দ্র-সরোবর এলাকায় বড় পর্দায় খেলা দেখেন সমর্থকরা। শতশত ফুটবল প্রেমিক একসাথে বসে উপভোগ করেন প্রিয় দলের খেলা।ব্রাজিল সমর্থকরা জয় উদযাপনে বের করেন খণ্ড খণ্ড মিছিল। আর দক্ষিন কোরিয়ার সমর্থন জানানো আর্জেন্টিনা ভক্তরা ফেরেন হতাশ হয়ে।

ঢাকা বিশব্বিদ্যালয়ের বিভিন্নস্থানে একসাথে খেলা দেখেন ফুটবলপ্রেমীরা। প্রিয় দল ম্যাচে জয় পাওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরা। এছাড়া, নীলক্ষেত মোড়, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল, মিষ্টিমুখসহ নানা আয়োজনে জয় উদযাপন করেন ব্রাজিল সমর্থকরা।

(এস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২২)