ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে নবনিযুক্ত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সাথে বীর মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। নতুন কর্মক্ষেত্রের প্রথম দিনে তিনি জেলায় অবস্থানরত নেতৃত্বস্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কান্তিভূষণ রায়, বীর মুক্তিযোদ্ধা আবু হাসান মোঃ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা বংকু বিহারী রায়।

সভায় আগামী ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবস পালন ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

(ওকে/এসপি/ডিসেম্বর ০৮, ২০২২)