স্টাফ রিপোর্টার : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত মকবুল হোসেনের স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মর্গে গিয়ে মকবুলের মরদেহ দেখেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) যান তিনি।

নিহতের ভাই নূর হোসেন বলেন, মির্জা ফখরুল হাসপাতালে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি মকবুলের স্ত্রী ও কন্যা সন্তানকে সান্ত্বনা দিয়েছেন।

বিএনপি মহাসচিব মকবুলের পরিবারকে আর্থিকসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বলে জানান নূর হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মকবুলকে দেখতে এসেছিলেন বিএনপির মহাসচিব। তিনি নিহতের স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করে কিছু সময় হাসপাতালে থেকে চলে যান।

এর আগে বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল হোসেন। আহত হন অনেকে।

পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। একই সঙ্গে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০২২)