একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে চলেছেন। এই বছরের ৫ই সেপ্টেম্বর তিনি পাংশায় যোগদান করেছেন। তিনি ৩৭তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন। তার জন্মস্থান ফরিদপুরের নগরকান্দা উপজেলায়।

একান্ত স্বাক্ষাতকারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল বলেন, আমি পাংশা ভূমি অফিসে যোগদানের পূর্বে এখানে চার হাজারের অধিক মিউটেশন ও ভূমি সংক্রান্ত অভিযোগ অমিমাংসীত অবস্থায় ছিল, আমি সেগুলো প্রায় শেষ করে ফেলেছি। মাত্র ২৫০ টির মতো জটিলতা পূর্ণ অভিযোগ আছে, আশা করছি সেগুলো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। আমার অফিস ও আমার অধীনস্থ সকল ভূমি অফিসে জনসাধারণের ভূমি সেবা নিশ্চিত করতে হবে। কোন অবহেলা, অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। কোন মানুষ যেন হয়রানির শিকার না হয়।আমরা সবাই হালাল রুজি নিয়ে বাঁচতে চাই। সরকারি ফি ছাড়া কোন টাকা পয়সা লেনদেন করা যাবে না। কারো বিরুদ্ধে কোন প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে তাকে এর পরিণাম ভোগ করতে হবে বলে জানান তিনি। সকলকে নীতি নৈতিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন তিনি।

(একে/এএস/ডিসেম্বর ০৯, ২০২২)