স্টাফ রিপোর্টার : স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালত। রাজধানীর শাহবাগের টেলিকম ব্যবসায়ী শামসুর রহমান স্ত্রী বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিলেন।

সোমবার মামলাটিতে অভিযোগ (চার্জ) গঠনের জন্য দিন ধার্য ছিল। আসামি মাহমুদা আক্তার উর্মি এ মামলায় জামিনেও ছিলেন।

কিন্তু উর্মি আদালতে উপস্থিত না থাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ সালাম গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়ে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন।

গত বছরের ১ জুলাই শামসুর রহমান তার স্ত্রী মাহমুদা আক্তার উর্মির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

এ মামলায় গত বছরের ১২ অাগস্ট ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজার রহমান এক প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উর্মি কোনো যৌতুক দাবি করেননি বলে উল্লেখ করেন।

বাদী ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বিষয়টির ওপর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

২ ডিসেম্বর বিচার বিভাগীয় তদন্ত শেষে ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে গ্রহণ করেন।

বাদীর আইনজীবী প্রকাশ বিশ্বাস সাংবাদিকদের জানান, মামলার আরজিতে ৫ লাখ টাকার যৌতুক চাওয়ার অভিযোগ এ মামলা করেন শামসুর রহমান।


(ওএস/এইচআর/এপ্রিল ২৮, ২০১৪)