একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৪ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর ৪ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্র্তপক্ষ। চার ঘন্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় উভয় পার থেকে ছেড়ে আসা ৫টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় থাকে। তাদের সিরিয়ালে পার করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ম্যানেজার মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তীব্র কুয়াশার কারণে রুটের সব ফেরি দৌলতদিয়া ঘাট ও পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল। পৌনে ৪ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়লেও দ্রুত সময়ের মধ্যে সেগুলো নদী পারাপার করা হয়েছে।

(একেএমজি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২২)