একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী পাংশার কৃতি সন্তান ও বাংলাদেশের খ্যাতিমান সাহিত্যিক মরহুম এয়াকুব আলী চৌধুরীর ৮৩তম মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সকাল ৯ টায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার এর আয়োজনে ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহযোগিতায় পাংশা পৌর এলাকার মাগুড়াডাঙ্গী এয়াকুব আলী চৌধুরী মাজার প্রাঙ্গন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এয়াকুব আলী চৌধুরী পাঠাগারের সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন, সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুদুর রহমান রুবেল ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪০ সালের ১৫ ডিসেম্বর নিজ বাসভবন পাংশার মাগুড়াডাঙ্গীতে ইন্তেকাল করেন এয়াকুব আলী চৌধুরী। এখানেই তাকে সমাধিস্থ করা হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

(একেএমজি/এএস/ডিসেম্বর ১৫, ২০২২)