রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ৪০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন মেহেদী হাসান রহমত (২৪) ও আবু তালহা শুভ (২৫)। তাদেরকে পৌর শহরের উত্তর দেনায়েতপুর ও চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রাম থেকে বুধবার রাতে আটক করা হয়।

তাদের ২ জনের বিরুদ্ধে এসআই জাহাঙ্গীর আলম ও এসআই কমল মালাকার বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাঁদেরকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া রহমত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা ইউনিয়নের কাউনিয়া গ্রামের আমির উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় আরো একটি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। অপরদিকে শুভ রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের হাওলাদার বাড়ির মোঃ শাহজাহানের ছেলে।

রায়পুর থানার ওসি (তদন্ত) হাসান মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ৩০০ ইয়াবাসহ মেহেদী হাসান রহমতকে (২৪) পৌর শহরের উত্তর দেনায়েতপুর এলাকার ছোট বয়াতি বাড়ির সম্মুখে রাস্তা থেকে বুধবার বিকেলে আটক করা হয়। আবু তালহা শুভকে (২৫) ১০০ ইয়াবাসহ এদিন রাতে উত্তর রায়পুর গ্রামের ইউসুফ বেপারী বাড়ির সম্মুখে রাস্তা থেকে আটক করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়–য়া বলেন, বৃহস্পতিবার দুপুরে দুই যুবককে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে। মেহেদী হাসান রহমত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায়ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।’

(পিআর/এসপি/ডিসেম্বর ১৫, ২০২২)