মামুন ওয়াদুদ

এমন যদি বিজয় হতো,
মনের চরে তারার মেলা।
হরহামেশাই বাজতো শানাই,
জ্যোৎস্না রোদের বিয়ের খেলা।

এমন যদি বিজয় হতো,
কন্যা শিশুর মুখের হাসি,
হাজার তারায় ভরতো উঠোন
বন্য শ্বাপদ দিতাম ফাঁসি।

এমন যদি বিজয় হতো,
মানুষ ভেবেই মানুষ চেনা,
জ্ঞান গরিমায় ফুটতো আলো,
পোশাক সে তো টাকায় কেনা।

এমন যদি বিজয় হতো,
দু,হাত ভরা থাকতো টাকা,
মায়ের মুখে ঝরতো হাসি,
ভাগ্য রাশির ঘুরতো চাকা।

এমন যদি বিজয় হতো,
কাছের মানুষ থাকতো সুখী।
যখন যা চাই দিতাম কিনে,
ফুটতো ঘরে সূর্য মুখী।

আমার কাছে বিজয় হলো,
দিনের শেষে হাসতে পারা।
গোমড়া মুখে পারদ ঘসে,
তাড়িয়ে দিয়ে লক্ষী ছাড়া।