একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক( বাণিজ্য) মো.সালাউদ্দিন।

তিনি বলেন, গতকাল শনিবার রাতে থেকে নদীপথে কুয়াশা পড়তে থাকে। তবে ভোররাতের দিকে কুয়াশা ঘন হতে শুরু করে।এতে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এছাড়াও কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না।ফলে ফেরির মাস্টারদের সামনের পথ দেখতে সমস্যা হচ্ছিল। দুর্ঘটনা এড়াতে তাই ভোর সাড়ে ৬ টা থেকে উভয় ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি।কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

(একেএমজি/এসপি/ডিসেম্বর ১৮, ২০২২)