একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিলসেডে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। 

অনুষ্ঠানের সভাপতি এম এম শাকিলুজ্জামান বলেন, যেসকল সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের মধ্যে পুলিশ সদস্যরা ছিলেন।

আজকের অনুষ্ঠানে অনেক পুলিশ মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে বেঁচে নেই। আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখনও যারা বেঁচে আছেন তাদের অনুপ্রেরণায় আমাদের সামনে পথ চলা। বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত।

সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা রতন কৃষ্ণ হালদার, সাবেক পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা নরুজ্জামান শেখ।

পরে সেখানে ৭১ জন পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং উপহার তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এছাড়া মৃত মুক্তিযোদ্ধাদের উপহার গ্রহণ করেন তাদের পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ রাজবাড়ীর বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জবৃন্দ।

(একেএমজি/এসপি/ডিসেম্বর ১৮, ২০২২)