দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের গ্রেফতারকৃত চেয়ারম্যান সহিদুল ইসলাম মজনুর অপসারণ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১০ টায় ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুরের ঈশান ইনস্টিটিউশন স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোহন ফকিরের সভাপতিত্বে ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের গ্রেফতারৃত চেয়ারম্যান সহিদুল ইসলাম মজনুর বিরুদ্ধে চাঁদাবাজী, ভূমিদস্যু, নারী নির্যাতনকারী, নদীর বালু খেকো, সরকারী রাস্তার গাছ খেকো, মাদক চোরাকারবারী, সরকারী কাজ না করে বিল উত্তোলন কারীকে অপসারণ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক উজ্জ্বল সরকার লোটন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী মল্লিক, সাবেক চেয়ারম্যান সোবহান মোল্লার ছেলে গোলাম মোস্তফা, ইউপি সদস্য ও ইউনিয়নের সাধারণ জণগন।

বিক্ষোভ সমাবেশে বক্তরা মজনু চেয়ারম্যানের অন্যায় অত্যাচারের হাত হতে ঈশান গোপালপুর ইউনিয়ন বাসীকে রক্ষা করার জন্য সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং জড়িত উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান।

(ডিসি/এসপি/ডিসেম্বর ১৮, ২০২২)