দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় যোগদান করেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভাতে প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আকরামুজ্জামান রাজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জিয়ারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ জন।

সভায় সংসদ সদস্য তার সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং সভা শেষে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২২, ২০২২)