বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের খর্দ্দফুলবাড়ী গ্রামে মোঃ শারাফাতুল আলম নামের এক শিক্ষকের ফলের বাগিচায় পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন ধরনের ধরন্ত কুলবরই উন্নত জাতের বল সুন্দরী ৪০টি, ভারত সুন্দরী ৬৫ টা সীডলেস লেবু ১০টি, সবজি  লাউ গাছ সহ প্রায় দুই শতাধিক গাছ ফলসহ গোড়া ও ডগা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

ক্ষতিগ্রস্ত ফল বাগিচার স্বত্বাধিকারী শিক্ষক মোঃ শারাফাতুল আলম জানান, ১৮ ডিসেম্বার বিকালে ফলের বাগানের নেট কেটে ৩/৪ জন দুষ্কৃতকারী যুবক ভিতরে অবৈধ প্রবেশ করে। এবং তারা কুল বরই বাগিচা থেকে বরই ছেড়ে। এক পর্যায়ে বাগিচার মালিক তাদেরকে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে কুল বরই এর বাগিচা টি ক্ষতিগ্রস্ত করার হুমকি প্রদর্শন করে চলে যায়। ১৯ ডিসেম্বর দিনগত গভীর রাতে দুষ্কৃতকারীরা কুলবাগিচায় প্রবেশ করে উন্নত জাতের বরই সহ গাছগুলো কেটে ফেলে রেখে যায়। এতে প্রায় ৩লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ফলবাগিচার মালিক দাবী করছেন। এই ঘটনার পর ভুক্তভোগী কুল বরই বাগানের স্বত্বাধিকারী শিক্ষক মোঃ শরাফাতুল আলম চারজনের নামে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ বোরহান উল ইসলাম জানান অভিযোগ তদন্ত করে দেখা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২২)