বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে রাড়ীখালী  গ্রামে উদয় চৌধুরীর বাড়ীতে অবস্থিত রাড়ীখালী  বৈদিক পাঠশালায়, কুচিয়ামোড়া, পথেরহাট, রাজপাট, রাড়ীখালী, ছোট নাওভাঙ্গার শিক্ষার্থীদের অংশগ্রহণে সনাতন ধর্ম শিক্ষা জ্ঞানান্বেষণ। শ্রী শ্রী  লোকনাথ সেবা সংঘ দক্ষিণ মাগুরা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়ীখালী গ্রামের বৈদিক পাঠশালা থেকে শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ দক্ষিণ মাগুরা ইউনিটের ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি রাড়ীখালী গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈদিক পাঠশালা চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা দেন এবং আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী। জ্ঞানেন্দ্রনাথ করির সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোকনাথ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অশোক কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক উদয় চৌধুরীর সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন অত্র সেবা সংঘ এর কোষাধ্যক্ষ স্বপন রায়, রাড়ীখালী বৈদিক পাঠশালার শিক্ষিকা স্বপ্না চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস, রাজাপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুণ কুমার রায়, রাজাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি খোকন প্রামানিক, সাধারণ সম্পাদক লিন্টু কুমার পোদ্দার, বালিদিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার রায়, কৃষ্ণ দত্ত, কানাইলাল সরকারসহ বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে বিভিন্ন বৈদিক পাঠশালা এর সনাতন ধর্মের শিক্ষার্থীরা গীতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি, বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

(এসএএস/এএস/ডিসেম্বর ২৩, ২০২২)