মহম্মদপুরে মুক্তিযোদ্ধা শুকুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর (৮০) মারা গেছেন। গত রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার সকালে কানুটিয়া আব্দুল আলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ঘুল্লিয়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এসময় মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, রাষ্ট্রীয় প্রতিনিধি মহম্মদপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা রামানন্দ পাল, এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২২)
