নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলী আকবর প্রকাশ্যে সাংবাদিকসহ সমাজের  বুদ্ধিজীবিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন৷ পাশাপাশি তিনি সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের গালিগালাজ করেছেন৷ 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই ইউনিয়নের আটঘরিয়া স্লুইস গেইট এলাকায় নির্বাচনী অফিসে প্রকাশ্যে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এসময় ওখানে উপস্থিত সাংবাদিক, শিক্ষক ও সুধীজনেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তীব্র ক্ষোভের মুখে দ্রুত স্থান ত্যাগ করেন।

জানা যায়, আকবর আলী তার চশমা প্রতীকে নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলার এক পর্যায়ে ঘোষণা দেন, তার পক্ষ থেকে নিজস্ব সাংবাদিক রয়েছে। তারা একটি গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। ওখানে উপস্থিত জনৈক সাংবাদিক তাদের নাম জানতে চাইলে কয়েকজনের নাম বলেন যারা উপজেলায় নামধারী সাংবাদিক ও জামায়াতে ইসলামী অনুসারী। এমন বিতর্কিত সাংবাদিকদের কেন নিয়োজিত করবেন জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন ও সাংবাদিকসহ অন্যান্য বুদ্ধিজীবি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে এমন মন্তব্য করা ঠিক হয়নি বলে মত প্রকাশ করেন উপজেলার বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ৷ অনেকেই আলী আকবরের পূর্ব ইতিহাস তুলে ধরে বলেন, উনি একজন মাদকসেবি, হয়তো কিছু একটা সেবন করেছিলো। যার ফলে তার মতিভ্রম হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আলী আকবরের সাথে কথা বলতে মোবাইল ফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন।

(এডিকে/এসপি/ডিসেম্বর ২৮, ২০২২)