মহম্মদপুরে মন্দির পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে বিনোদপুর ইউনিয়নে অবস্থিত বেথুলিয়া সার্বজনীন কালী মন্দির ও মহাশ্মশানের জমি পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
আজ বুধবার দুপুরে কালী মন্দিরে কালী বটতলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালী মন্দির কমিটির সভাপতি প্রভাষক শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য শ্রী কানু তেওয়ারী। এসময় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক সঞ্জয় সাহা, বালিদিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার রায়, দন্ত চিকিৎসক মনোজিৎ বিশ্বাস, বেথুলিয়া মহাশ্মশান কমিটির কমিটির সভাপতি হরেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস, দুলাল সাহা, সুনীল রায়, ভরত বিশ্বাস, নৃপেন্দ্র নাথ বিশ্বাস ঈশান চন্দ্র বিশ্বাস প্রমূখ। আলোচনা সভা শেষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কালী মন্দিরের জমির কাগজ দেখেন যার রেকর্ড হয়েছে উক্ত মন্দিরের নামে। এবং জমির কাগজ দেখে বেথুলিয়া কালী মন্দির কমিটিকে ধন্যবাদ জানান এবং মহাশ্মশান স্থাপনের নির্দেশ প্রদান করেন।
(বিএস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২২)
