প্রজন্ম

কবে রে কাঁধ ডিঙিয়ে গেলি,
কবে রে এত্তো বড় হলি।
এইতো সেদিন -
চিৎকার করে জানান দিলি তুই,
এই যে আমি সাত রাজার ধন
এই তো আমি মুই।
এতটুকুন মুখ,
যেন স্বর্গের রাজদূত।
লাল টুকটুকে ঠোঁট
দেখে হৃদয়ে লাগে চোট!
এটা আবার কে?
আমার বাবার মুখাবয়ব কোথা পেলি!
সেই নাক, ওষ্ঠ, গ্রীবা -
এ যেন এক গোলক ধাঁধাঁ।

এখন তুই!
জামা জড়াস আমার,
পায়ে দিস জুতো,
তুই এখন বড় হচ্ছিস
আর আমি ভূতো!
এই তো কদিন পরেই
চলে যাবি অচেনা কোন শহরে,
পড়বি-শিখবি-দেখবি যখন,
বাবার ঘামের গন্ধ মাখা-
মায়ের স্নেহের আঁচল -
পড়লে মনে
কাঁদিস নে আবার তখন।

আমরা আছি ভীষণ ধাঁচে,
খোকায় যেন দেশ বাঁচে।
দেশের জন্য বিলিয়ে দিবি সব,
তোকে সাহায্য করেন যেন রব।
প্রার্থনা আমাদের এই -
তোর আলোতে উঠুক জেগে
দেশপ্রেমিক আছে যেই।