মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীপাড়ে শুক্রবার রাতে শিপন মাতুব্বর (২৯) নামের এক কুখ্যাত ডাকাতের দু হাতের কব্জি কুপিয়ে আলাদা করে ফেলেছে এবং দু পায়ের রগ কেটে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। ঐ ডাকাত শংকরদীপাড়ের সোনা মিয়া মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক ডাকাতি ও খুনের মামলার আসামী শিপন দীর্ঘদিন ধরে পালিয়ে বেরাচ্ছিল। হঠাৎ এলাকায় আসার খবর পেয়ে রাত ৯ টার দিকে বিক্ষুদ্ধ জনতা শিপনকে ধরে এলোপাতারি কুপিয়ে তার দুই হাতের কব্জি ও পায়ের রগ কেটে দেয়। এতে তার বাম হাতের কব্জি সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং ডান হাতের কব্জি কোন রকম ঝুলে থাকে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ শিপনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিপন একাধিক ডাকাতি ও খুনের মামলার আসামী হয়ে পালিয়ে বেরাচ্ছিল।

(এএসএ/এএস/অক্টোবর ১৮, ২০১৪)