লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভাই সাইফুল ইসলাম ফরহাদকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হলো বোন খাদিজা আক্তার মনিকে(২০)। সোমবার বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হন নিহতের ভাই ফরহাদ (১৮) ও মা ফাতেমা বেগম(৪০)।নিহত খাদিজা ওই এলাকার শাহাদাৎ কাজীর মেয়ে ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা রেজাউল করিমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের শাহাদাৎ কাজীর সঙ্গে একই বাড়ির লিটনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার বিকেলে কাজী বাড়িতে উভয় পক্ষের মধ্যে ঝগড়া ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লিটন, কিরণ, মামুন, হারুনসহ কয়েকজন শাহাদাৎ কাজীর ছেলে ফরহাদের ওপর হামলা চালায়। এ সময় বোন খাদিজা বেগম তাকে বাঁচাতে ছুটে গেলে তারা খাদিজার মাথায় লোহার রড দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। মুমূর্ষু অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ফরহাদ ও তার মাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বাবা শাহাদাৎ কাজী বলেন, ৮-৯ মাস আগে খাগড়াছড়ি জেলার বাসিন্দা রেজাউল করিমের সঙ্গে তার মেয়ে খাদিজার বিয়ে হয়। কয়েকদিন আগে সে বাবার বাড়িতে বেড়াতে আসে।

সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আজাদ বলেন, লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/এপ্রিল ২৮, ২০১৪)