বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৃধা পাড়ার বাসিন্দা মোঃ মোশারফ মৃধা (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

সূত্র জানায়, গতকাল সোমবার মোশারফ বাড়ী থেকে বের হয়ে রাতে আর বাড়ীতে ফেরেনি। ওই রাতে বালিদিয়া গ্রামের প্রতিবেশী তবিবর মৃর্ধার বাডীর পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এক পর্যায়ে পুলিশকে সংবাদ দেয় থানা পুলিশ ঘটনাস্থলে এসে রাতে মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের স্ত্রী সবিতা খাতুন জানান, তার স্বামী ঘটনার দিন আসরের নামাজের আগে বাড়ি থেকে বের হন। এবং আর বাড়ীতে ফিরে আসেনি। প্রতিবেশীর বাড়ির পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে রাতে। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে বলে নিহতের পরিবার দাবী করছেন।

নিহত কৃষক মোশারফ মৃর্ধা একই গ্রামের আবু সাঈদ হত্যা মামলার আসামী ছিলেন বলে জানা যায়। ঘটনার পর থেকে বালিদিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। অনেকেই মূল্যবান মালামাল সরিয়ে নিচ্ছেন। এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় জানান, মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে মাগুরা মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারী রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এবং অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএস/এসপি/জানুয়ারি ০৩, ২০২৩)