মহম্মদপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অবহিতকরণ প্রশিক্ষণ
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অবহিত করণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, গ্রাম আদালত, স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে অবহিতকরণ প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে শেষ হয়েছে। মহম্মদপুর উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলার আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ।
(বিএস/এসপি/জানুয়ারি ০৫, ২০২৩)
