হবিগঞ্জ প্রতিনিধি : শনিবার হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১২টি অর্ডিনারী পদের জন্য ২৫ জন এবং ৬টি এসোসিয়েট পদের জন্য ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হবিগঞ্জ চেম্বারে অর্ডিনারী গ্রুপে ভোটার ৯৬৪ জন ও এসোসিয়েট ভোটার ৩১৩ জন। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে ১২টি বুথে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। এতে জেলা প্রশাসকের কার্যালয়ের ১৪ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করেন।

এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োজিত ছিল।

প্রথম পর্যায়ের নির্বাচনের পর অর্ডিনারী গ্রুপের ১২ জন এবং এসোসিয়েট গ্রুপের ৬ জন নির্বাচিত পরিচালক আগামী ২৭ অক্টোবর প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।

(পিডিএস/এএস/অক্টোবর ১৮, ২০১৪)