অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : তিন বছর আগে সম্মেলন হলেও অভ্যন্তরীণ কোন্দলে সেই কমিটির সহ সভাপতি সহ বিভিন্ন সম্পাদক মন্ডলী ও সদস্যদের নাম ঘোষণা করতে পারেনি এখানকার নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান আর সাধারণ সম্পাদক হয়েছিলেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

২০২১ সালের ২৩ জুলাই সেই কমিটির সভাপতি আব্দুল মান্নান আকষ্মিক মারা যান। এমন অবস্থায় দল দাড়িয়েছে এক সদস্য বিশিষ্ট্য কমিটিতে। সভাপতি মৃত্যুর দেড় বছর পার হলেও কোন সিদ্ধান্ত নিতে পারেনি নেতারা। দলে দেখা দিয়েছে চরম নেতৃত্ব শূণ্যতা আর কোন্দল, গ্রুপিং তো রয়েছেই। তৃণমূলের কর্মীরা বলছে দলে এমন হতাশজনক পরিস্থিতি আগে কখনো পার করতে হয়নি। বিশেষ করে সভাপতির মৃত্যুর পর একেবারেই হযবরল অবস্থা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ নভেম্বর কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানকে সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে সাধারণ সম্পাদক করা হয়।

তথ্য নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একপক্ষের নেতৃত্ব দিতেন প্রয়াত সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ও অন্যপক্ষে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এর মধ্যে আব্দুল মান্নান মারা যাওয়ার পর ওই গ্রুপটি দুর্বল হয়ে পড়ে। কিন্তু এর কিছুদিন পর গ্রুপটির হাল ধরেন আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান। কেন্দ্র ঘোষিত কর্মসূচি পৃথকভাবে পালন করেন তারা। এ ছাড়াও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর নেতৃত্বেও আওয়ামী লীগের আরেকটি গ্রুপ কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এদিকে দলের ত্যাগী নেতাকর্মীরা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় হতাশার মধ্যে আছেন।

তারা মনে করেন, গ্রুপিংয়ের কারণেই দীর্ঘদিন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বিজু জানান, তিনি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের রাজনীতি করে আসছেন। তার মতো অনেকেই আওয়ামী লীগের রাজনীতি করেন। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তারা এখন পদহীন। নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। আওয়ামী লীগের মতো এমন সংগঠনে জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলায় দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় অনেক নেতাকর্মীরা হতাশ।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি জানান, সর্বশেষ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কমিটি দেওয়া হয়। এর মধ্যে সভাপতি মারা যাওয়ায় পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য জেলা ও কেন্দ্রে তাগিদ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০০৪ সালে সম্মেলনের পর জেলা কমিটির কাছে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হয়েছিল। কিন্তু সেটি জেলা কমিটি অনুমোদন করেনি।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপির ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

(একে/এসপি/জানুয়ারি ০৬, ২০২৩)