রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের (বাজেয়াপ্ত) আদালতের আদেশ ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় শহরের লম্বাগাছ এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহর প্রদক্ষিণ করে স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা শফিকুল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমিন আকন্দ কাউসার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল ও সহ-সভাপতি আজাদ সওদাগর, সদস্য সচিব সাখাওয়াত হোসেন টুটুল প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে তাদের মালামাল ক্রোকের অবৈধ রায় অবিলম্বে বাতিলের দাবি জানান বক্তারা।

(আরআর/এএস/জানুয়ারি ০৭, ২০২৩)