কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে সাত জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর ব্রীজপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে উক্ত এলাকার রিয়াজ আলীর ছেলে আনিস (১৭), আলম আলীর ছেলে টুনি (১৮), কেদার আলীর ছেলে বেলাল (২৫), আব্দুল ডিলারের ছেলে জাহাঙ্গীর (৩৫), তোফার ছেলে জাহিদুলসহ সাত জন আহত হয়েছে।

দুর্বৃত্তদের গুলিতে আহত আনিস জানান, আমরা ১০/১২ জন রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলাম। এ সময় মোটর সাইকেলে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত দোকানের সামনে এসে এলোপাতারিভাবে ৯/১০ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই সাতজন আহত হয়। এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। মারাত্মক আহত আনিসকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়িয়া ইউপি সদস্য ও উক্ত গ্রামের বাসিন্দা রিপন আলী জানান, এলাকার আধিপত্য বিস্তার ও এলাকার মানুষের মাঝে আতংক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ধরনের হামলা চালিয়েছে।

দৌলতপুর থানার ওসি এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(কেকে/এএস/অক্টোবর ১৮, ২০১৪)