কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন।

আজ শনিবার ১১টায় বিভাগীয় সভাপতির কক্ষে আনুষ্ঠানিক ভাবে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় ৭ অক্টোবর অধ্যাপক ড. মাহবুবুল আরফিনকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার আনুষ্ঠানিকভাবে বিভাগের সভাপতির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায়ী সভাপতি নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভাগের সিনিয়ির অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. কামাল উদ্দিন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনম রেজাউল করিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস সালেহ, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহমান হাবিব, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড.তালুকদার লোকমান হাকিম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাহবুবর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি রুহুল আমিন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ধনঞ্জয় কুমার, জাহাঙ্গীর সাদাত, মহব্বত হোসেন, কে এম শরফুদ্দিন, এম এম নাছিমুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।


অনুষ্ঠানে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান বলেন, সবার সহযোগিতায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আমি সফল হয়েছি না ব্যর্থ হয়েছি তা বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম।


পরে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেয়।

(কেকে/এএস/অক্টোবর ১৮, ২০১৪)