বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর সদরে অবস্থিত আইডিয়াল একাডেমির শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান আজ শনিবার দুপুরে আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে শেষ হয়েছে।

এ উপলক্ষে আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

আইডিয়াল একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর এ. বি. এম আবদুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মকছেদুল মোমিন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান, প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ আমিমূল হক, অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন মহম্মদপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মাওঃ মোঃ সোহেল। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আবু নাঈম। সব শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রেস্ট দেওয়া হয়। এসময় উপস্থিত অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

(বিএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২৩)