মহম্মদপুরে আলোর দিশারী যুব সংঘের আয়োজনে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে আলোর দিশারী নামের একটি যুব সংঘের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মৌশা গ্রামের তরুণ যুবকদের নিয়ে গঠিত সংগঠন আলোর দিশারী যুব সংঘ কর্তৃক গ্রামের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীত, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কষ্টের সীমা থাকে না। এছাড়াও প্রতিবার তীব্র শৈত্যপ্রবাহ এসে এসব দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রায় আরো বিরূপ প্রভাব ফেলে। কর্মসংস্থান বন্ধ সহ অসুখ বিসুখ মিলিয়ে এই খেটে খাওয়া মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের কষ্টের সীমা থাকে না। আর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার তখন হয় যখন হাড়কাঁপানো শীতেও তারা শীত নিবারনের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র পায় না। এসময় সংগঠনের আহ্বায়ক মোঃ জসিম মিয়া সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/জানুয়ারি ০৯, ২০২৩)
