মাজহারুল হক, মাগুরা : একযুগ ধরে শীতবস্ত বিতরণ করছে মাগুরার বেসরকারি সংস্থা ইসাডো। আজ সোমবার ইসাডো জেলার ৩০০ দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করে।

ইসাডো নির্বাহী পরিচালক আবু ইমাম মো বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসধাম। বিশেষ অতিথি ছিলেন সহকারি পরিচালক জাহিদুল আলম।

(এম/এসপি/জানুয়ারি ০৯, ২০২৩)