কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে "পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ' শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় নিরাপদ উচ্চ মূল্যের সবজি (ব্রোকলি) চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী খালপাড়া নামক স্থানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি আর্থিক সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)'র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবু বকর সিদ্দিক, শাফিউল্লাহ সাফি, এসডিসির প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মো. লিয়াকত আলী।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার আর্থিক সহযোগিতায় এ মাঠ দিবসের আয়োজন করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহযোগী সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

(কেএফ/এসপি/জানুয়ারি ১১, ২০২৩)