মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরা জেলা শিল্পকলা একাডেমী ১৫ জন গুণী শিল্পী ও সংগঠনকে সম্মামনা প্রদান করেছে। গতকাল মঙ্গলবার রাতে আছাদুজ্জামান মিলনায়তনে ৫টি কেটাগরিতে ৩ বছরের জন্য মোট ১৫ জন গুণী শিল্পীদের সম্মামনা প্রদান করা হয়।

মাগুরা জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব রাখেন জেলা প্রশাসক আবু নাসের বেগ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ড, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্মাদক শামীম আহমেদ খান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুপ কুমার চ্যাটাজি।

সম্মানিত ১৪ জন গুণী শিল্পী ও সংগঠন হলো- ২০১৭ সালে সংগীতে অজিত কুমার রায়, লোক সংস্কৃতিতে হাসেম আলী মোল্লা, যন্ত্রসংগীতে শিবুপদ সাহা, যাত্রাশিল্পে সুবোল চন্দ্র বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠক মায়া ভৌমিক। ২০১৮ সালে সঙ্গীতে আবু জাফর, লোক সংস্কৃতিতে আব্দুল লতিফ শিকদার, যন্ত্রসংগীতে দ্বীনবন্ধু কর্মকার, আবৃত্তিতে খান রকিবুল হক দিপু, সংগঠন জেলা উদীচী শিল্পী গোষ্ঠী। ২০১৯ এ সঙ্গীতে বিপুল কুমার পাল, লোক সংস্কৃতিতে সুকুমার জোয়ার্দার, যন্ত্রসংগীতে শংকর কর্মকার, যাত্রাশিল্পে স্বপন পান্ডে, সংগঠন এ,কে,এম মোখলেছুর রহমান।

আলোচনা সভা শেষে সম্মানিত ১৫জন গুনি শিল্পীদের সম্মাননা হিসেবে সনদপত্র ও মেডেল, উত্তোরীয় চেক তুলে দেওয়া হয়। পরে জেলা শিল্পকালা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

(এম/এসপি/জানুয়ারি ১১, ২০২৩)