স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন ট্রাকের হেলপার নিহত হয়েছে। ট্রাকের চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। 

জানা যায়, বুধবার ভোর অনুমানিক ৫ ঘটিকার সময় যশোর জেলার কেশবপুর থানাধীন যশোর ভায়া চুকনগর মহাসড়কের গোলাঘাটা মোড়স্থ মিফ্তাউল কওমি মাদ্রাসার সামনে বালু ভর্তি ট্রাক যার রেজিঃ নং (কুষ্টিয়া -ট- ১১-৩০০৪) এর চাকা পানসার হওয়ার কারণে রাস্তার বাম পাশে সাইট করে ট্রাকের চাকা পরিবর্তন করা হচ্ছিলো। এমতাবস্থায় একই দিক থেকে আসা বাঁশ ভর্তি ট্রাক যার রেজিঃ নং (খুলনা মেট্রো - ট- ১১-১৬৪৮) ঘনকুয়াশা ও অসাবধানতাবশত বালু ভর্তি ট্রাকের পিছনে জোরে ধাক্কা দিলে বাঁশ ভর্তি ট্রাকের হেলপার মোঃ হাসান সরদার (২৫) ঘটনাস্থলে মারা যায়। নিহত হাসান কয়রা উপজেলার বামিয়া গ্রামের মোজাম সরদারের ছেলে। ঘটনাস্থলে গুরুতর আহত ট্রাক ড্রাইভার মোঃ নজরুল ইসলাম (৪৫) কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের ছবেদ আলীর ছেলে। তাকে গুরুত্বর আহত অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করে।

কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভর্তি ট্রাকের ড্রাইভার বহলবাড়িয়া, মীরপুর, কুষ্টিয়ার মৃতঃ আব্দুল গনি মিয়ার ছেলে মোঃ মাহবুব মিয়া (৩৩) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে । দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি ও হেলপার এর মৃত দেহ কেশবপুর থানা পুলিশ হেফাজতে আছে। যা চুকনগর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করতে তিনি কল রিসিভ করেননি। পরে সর্বশেষ অবস্থা জানতে ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, চুকনগর হাইওয়ে পুুলিশের সাথে যোগাযোগ করেন, লাশ হস্তান্তর করা হয়েছে।

(এসএ/এসপি/জানুয়ারি ১১, ২০২৩)