দিলীপ চন্দ, ফরিদপুর : আজ বুধবার ১.৩০ মিনিটের সময় ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারো ভাগিয়া গ্রামের মোঃ শাহিদ মোল্লার ছেলে তারিকুল ইসলাম নামে এক সেনা সদস্যর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

এসময় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা, মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদুল ইসলাম, এস আই সান্টুসহ অন্যান্য পুলিশ সদস্য ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে তরিকুল ইসলাম ছুটিতে বাড়িতে আসলে তার স্ত্রীর চাচাতো ভাই সুজন খাঁ, ফকির সেজে জ্বীন পরীর আসন বসায়, সেই আসন থেকে তরিকুল ইসলাম কেসাপে দংশন করে। তখন তরিকুল ইসলাম কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এরপর নিহত সেনা সদস্য তরিকুল ইসলাম এর শশুর বাড়ীর কথায় ও চলাফেরায় সন্দেহ হলে নিহত সেনা সদস্য তরিকুল ইসলামের পিতা শহিদ মোল্লা বাদী হয়ে গত ১২ ডিসেম্বর২০২২ ফরিদপুর আদালতে তরিকুলের চাচা শশুর মোঃ কালু খা ও চাচাতো শালক সুজন খা সহ ০৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর জি, আর- ১১ তারিখ ১২-১২-২০২২ ইং)

গত ১০ জানুয়ারি আদালতে নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াশ আরাফাত রানার উপস্থিতিতে নিহত সেনা সদস্য তরিকুল ইসলাম মিন্টুর লাশ কবর থেকে প্রশাসনের উপস্থিতিতে উঠিয়ে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়।

(ডিসি/এসপি/জানুয়ারি ১১, ২০২৩)