দিলীপ চন্দ, ফরিদপুর : শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ায় তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে ঘন কুয়াসা আর কনকনে শীত উপেক্ষা করে সকাল হতে না হতেই বেদে পল্লীতে লেপ নিয়ে দাঁড়ালেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

ঢাকা নটরডেম কলেজের এইচএসসি-১৯৯২ ব্যাচের বন্ধুদের সংগঠন (হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর ওল্ড এন্ড ডিস্ট্রেসড্)(হুড) এর আয়োজনে আজ শনিবার সকাল ৯ টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন বেদে পল্লীতে ১ শত ৫০ টি শীতার্ত বেদে পরিবারের মাঝে শীত বস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন
ঢাকা হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর ওল্ড এন্ড ডিস্ট্রেসড্ (হুড) এর সাধারণ সম্পাদক হাসান আহমেদ খান সজল, সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, ডিসি অফিসের সহকারী কমিশনার মোঃ সাজিদ-উল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নাহার বেগম, বদরপুর তাবলিক জামাত মার্কাজ মসজিদের সদস্য ভাই মোঃ শাহিন চৌধুরী, ভাই মোঃ মোস্তাফিজুর রহমান লাভলু, ভাই মোঃ মিরাজ, মারকাজ মাদ্রাসার হিফজ্ বিভাগের ওস্তাদ মোঃ ইব্রাহিম সহ (হুড) সংগঠনের বন্ধুরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফুটেছে। তারা বলেন, কনকনে শীতে তাদের জীবন-যাপন বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছিলো। শীতকে উপেক্ষা করে জেলা প্রশাসক তাদের হাতে লেপ তুলে দেওয়ায় তাঁর জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন তারা।

এর আগে হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর ওল্ড এন্ড ডিস্ট্রেসড্ এর উদ্যোগে, সকাল সাড়ে ৮ টায় শহরের বদরপুর মার্কাজ মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনে মার্কাজ মাদ্রাসার ১ শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ করা হয়েছে।

সকাল ১০ টার দিকে কানাইপুরের করিমপুর হোসেন ফিলিং স্টেশন এলাকায় একটি বেসরকারি উন্নয়ন কাজ পরিদর্শক করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার সহ ঢাকা নটরডেম কলেজের এইচএসসি-১৯৯২ ব্যাচের (হুড) সংগঠনের বন্ধুরা।

(ডিসি/এসপি/জানুয়ারি ১৪, ২০২৩)